Wednesday, July 1, 2015

Williams sisters pull out of doubles at Wimbledon

Williams sisters pull out of doubles at Wimbledon

উইম্বলডন নারী ডাবলসে পাঁচ বারের শিরোপাজয়ী জুটি যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস এবারের আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ( American five-times Wimbledon women's doubles champion Serena and Venus Williams pulled out of this year's tournament on Tuesday, the All England Club said in a statement. )

২০১২ আসরের উইম্বলডন শিরোপা সহ এই পর্যন্ত ১২ গ্র্যান্ড স্ল্যাম এবং ৫ বার উইম্বলডন নারী ডাবলসে শিরোপা জিতেছেন উইলিয়ামস বোনেরা।

সেরেনার ভাইরাসজনিত অসুস্থতার কারণে গত বছর ম্যাচ চলাকালে এ জুটি নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।

বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইম্বলডন এককের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন। এরইমধ্যে দুই বোন প্রথম রাউন্ডের বাধাও টপকে গেছেন। ইতিহাসের চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম প্রত্যাশী সেরেনা ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন রাশিয়ার মার্গারিটা গ্যাসপেরিয়ানকে। সেরেনার চেয়েও আত্মবিশ্বাস জাগানিয়া জয় পেয়েছেন তার বড় বোন। মাত্র ৪২ মিনিটেই ৬-০, ৬-০ গেমে স্বদেশি ম্যাডিসন ব্রেঙ্গলকে উড়িয়ে দিয়েছেন ভেনাস উইলিয়ামস। শেষ ষোলতে দেখা হতে দুই বোনের।

No comments:

Post a Comment