Wednesday, July 1, 2015

দ. আফ্রিকার বিপক্ষে টি২০ দলে সোহাগ গাজী, তবে তাসকিন ও মাহমুল্লাহ নেই


প্রায় বছর খানেক পর আবারো জাতীয় দলে ডাক পেয়েছেন টাইগার স্পিনার সোহাগ গাজী সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ 

The Bangladesh Cricket Board has announced a 14-member squad for the two-match T20 series against South Africa due to take place on July 5 and 7.

মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ঘোষিত প্রাথমিক দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে গেল বছরের অক্টোবরে গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে সোহাগ গাজীর বহিস্কারের আদেশ প্রত্যাহার করা হয়  ইনজুরির কারণে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে পরা পেসার তাসকিন আহমেদকে রাখা হয়নি টি২০-এর প্রাথমিক দলেও আঙ্গুলের চোটের কারণে মাহমুল্লাহও ডাক পাননি 

এছাড়া চোট কাটিয়ে টি২০ দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন আর প্রথমবারের মতো এই সংস্করণের দলে এসেছেন জুবায়ের হোসেন । কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা রনি তালুকদার আছেন ১৪ সদস্যের দলে।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচ হবে ৫ জুলাই । দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ৭ জুলাই । দুটি ম্যাচই ১টায় শুরু হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে । 
Mahmudullah Riyad, Taskin Ahmed and Abul Hasan are the players left out from the T20 squad that played against Pakistan earlier this year.

১৪ সদস্যের প্রাথমিক দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, আরাফাত সানি, জুবায়ের হোসাইন, সোহাগ গাজী, রুবেল হোসেন মুস্তাফিজুর রহমান 

Bangladesh Squad: Masrafe Bin Mortaza (Captain), Shakib Al Hasan (Vice Captain), Tamim lqbal, Litton Kumar Das, Rony Talukdar, Soumya Sarker, Mushfiqur Rahim, Sabbir Rahman, Nasir Hossain, Arafat Sunny, Jubair Hossain, Shohag Gazi, Rubel Hossain and Mustafizur Rahman.

No comments:

Post a Comment